নিউজ ডেস্ক : রিভিউ আবেদনে আইনজীবীদের দুটি পয়েন্ট অন্তর্ভুক্ত করতে বলেছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। আইনজীবীদের মাধ্যমে আগামীকাল বুধবার রিভিউ আবেদন করা হবে।
মঙ্গলবার বিকেলে মুজাহিদের সঙ্গে কারাগারে সাক্ষাতের পর বেরিয়ে আইনজীবী প্যানেলের প্রধান মো. শিশির মনির সাংবাদিকদের এ কথা বলেন।
শিশির মনির বলেন, তিনি দুটি পয়েন্ট তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন। একটি হলো তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত রিপোর্ট আদালতে দিয়েছেন, তাতে তিনি যে আল বদর, আল শামস ও পিস কমিটির প্রধান তা কোনো তালিকাতে খুঁজে পাননি। এরপরও কীভাবে তারি ফাঁসির রায় দেয়া হলো। এতে অবাক হয়েছেন তিনি।
অন্য পয়েন্টটি হলো ১৯৭১ সালে ছাত্র থাকা অবস্থায় তার বয়স ছিল মাত্র ২৩ বছর। এ বয়সে কীভাবে একজন ছাত্রকে সামরিক বা আধা সামরিক বাহিনীর প্রধান বানাতে পারে।
শিশির মনির বলেন, মূলত এ দুটি পয়েন্ট রিভিউ আবেদনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। মহামান্য আপিল বিভাগ রিভিউ আবেদন শুনানি শেষে তাকে বেকসুর খালাস দেবেন বলে আশাবাদী তিনি।
তিনি বলেন, জামায়াত নেতা মুজাহিদ সুস্থ ও ভালো আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আগামী পহেলা নভেম্বর পর্যন্ত আপিল বিভাগের ভ্যাকেশন থাকায় শুনানি অনুষ্ঠিত হবে না বলে জানান শিশির মনির।
১৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম