নিউজ ডেস্ক : দুই জোটের বিপরীতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়তে এবার সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠক করেছেন প্রধান দুই জোটের বাইরে কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা।
বুধবার রাত ৯টায় বি চৌধুরীর বারিধারা বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী।
বৈঠকে গণফোরাম সভাপতি ড. কামাল, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ বেশ কয়েকটি দল ও নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে প্রায় সবাই উপস্থিত ছিলেন।
নৈশভোজের উদ্যোক্তা মাহি বি চৌধুরী জানান, ‘আসলে নৈশভোজের আমন্ত্রণ জানানো হলেও চলমান পরিস্থিতিতে আমাদের করনীয় কি তা নিয়েও আলোচনা হয়েছে।’ মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা নতুন কিছু করার চিন্তাভাবনা করছি। এখনো আলোচনা চলছে। সময়মতো গণমাধ্যমকে জানানো হবে।’
এর আগে গত ১৩ জুলাই জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ বেশ কয়েকটি দল মিলে বৈঠক করে। সেখানে প্রায় তিনঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের প্রথম পর্যায়ে পুলিশ বাধা দিলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বৈঠক সম্পন্ন হয়। এতে ক্ষুব্ধ হয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী চলে যান। বিডি প্রতিদিন
এমটিনিউজ/এসবি