বুধবার, ০৯ আগস্ট, ২০১৭, ০৬:৩০:৫৫

শিবিরকে শক্ত হাতে দমন করার ঘোষণা ছাত্রলীগের

শিবিরকে শক্ত হাতে দমন করার ঘোষণা ছাত্রলীগের

নিউজ ডেস্ক : সিলেটে ছাত্রলীগের দুই কর্মীর ওপর নারকীয় হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে শিবিরকে শক্ত হাতে দমন করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে জামায়াত-শিবিরকে শক্ত হাতে দমন করতে হবে। জেলা, উপজেলায়, পাড়া-মহল্লায় ও ইউনিয়নে কোথাও জামায়াত-শিবির থাকতে পারবে না। তাদের দমন করতে হবে এবং দেশ থেকে বিতাড়িত করতে হবে।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে