নিউজ ডেস্ক : আপনার গাড়িতে কী এখনো কালো গ্লাস লাগানো আছে তাহলে আপনি সাবধান হোন। কেননা সরকারি নির্দেশনা রয়েছে গাড়িতে কালো গ্লাস না লাগানোর। গাড়িতে কালো গ্লাস, হাইড্রোলিক হর্ন বা বিকন লাইট এর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকার ট্রাফিক অভিযান পরিচালনা করে শুধু যারা গাড়িতে কালো গ্লাস ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গ করেছেন এমন ৪২টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। করেছেন জরিমানাও।
ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়, কালো গ্লাস ব্যবহার করা ছাড়াও হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৪৮টি মামলা, উল্টো পথে গাড়ি চালানোর দায়ে ১১০টি মামলা ও হুটার বা বিকন লাইট ব্যবহারের জন্য পাঁচটি মামলা করা হয়েছে। এসময় পাঁচটি মোটর সাইকেল আটক করা হয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্রে আরো জানানো হয়, ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ১৪৩৫ টি মামলা ও ৫৪টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। আর রেকার করা হয়েছে ৬৩৯টি গাড়ি। জরিমানা আদায় করা হয়েছে ১৪ লক্ষ ৭৮ হাজার ২০০ টাকা। - ডিএমপি নিউজ
এমটিনিউজ/এসএস