নিউজ ডেস্ক : লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে লন্ডনের মনফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে অবস্থানরত তার একান্ত সচিব এ বি এম সাত্তারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় মনফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখের অপারেশন হয়। তার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
আব্দুস সাত্তারের উদ্ধৃতি দিয়ে শায়রুল কবির খান আরো বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। অপারেশন শেষে ম্যাডাম ভাল আছেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস