নিউজ ডেস্ক: সহস্রাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন পিরোজপুর-৩ আসন থেকে স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। শনিবার সকালে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, শফিকুল ইসলাম সেন্টু, ইয়াহিয়া চৌধুরী এমপি।
উল্লেখ্য ডা. রুস্তম আলী ফরাজীর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে। তিনি ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মঠবাড়িয়া উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। পরে সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেন। ’৬৯ সালে ১১ দফা আন্দোলনে যুক্ত ছিলেন।
৭১ সালে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের মঠবাড়িয়ার আহ্বায়ক ছিলেন। তিনি একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৮ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।
বর্তমান সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বিএনপি ও জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হন।
তিনি ১৯৯৬ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি জাতীয় পার্টি ছেড়ে যোগ দেন বিএনপিতে। ২০০১ সালে তিনি বিএনপি থেকে নির্বাচন করে পিরোজপুর-৩ এ সংসদ সদস্য নির্বাচিত হন।
জানা গেছে, ১৯৯৬ সালে জাতীয় পার্টি থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাতীয় সংসদের সাবেক ডেপুটি লিডার মহিউদ্দীন আহমেদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালেও তিনি পিরোজপুর-১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদা সওগাতকে পরাজিত করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস