এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির কমিটিতে নেতৃত্ব নিয়ে সমালোচনা করায় রাজশাহীতে এক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নগরীর ভাটাপাড়া মিঠুর মোড়ে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী রাজপাড়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন বাবলু।
সংবাদ সম্মেলনে রুহুল আমীন জানান, সম্প্রতি রাজপাড়া থানা বিএনপির কমিটি গঠিত হয়েছে, যেখানে তিনি যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। তবে এ কমিটিতে শীর্ষ পদে এমন কয়েকজন রয়েছেন, যারা অতীতে আওয়ামী লীগের আমলে সুবিধা নিয়েছেন এবং তাদের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এ নিয়ে সমালোচনা করায় বৃহস্পতিবার গভীর রাতে রাজপাড়া থানা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন তার বাড়িতে হামলা চালায়।
তিনি জানান, হামলাকারীরা একটি মোটরসাইকেল, এসি, আসবাবপত্র পুড়িয়ে দেয় এবং নগদ অর্থ লুটসহ আসবাবপত্র ভাঙচুর করে। এতে তার প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। হামলার সময় পরিবারের সদস্যদেরও মারধর করা হয়।
রুহুল আমীন আরও জানান, এ ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের জন্য এজাহার জমা দিয়েছেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ‘রাতে ঘটনাস্থলে গিয়েছিলাম। ভুক্তভোগী এজাহার জমা দিয়েছেন এবং মামলার প্রক্রিয়া চলছে।’