রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ০২:০৮:১২

শিক্ষকদের অনশন: দ্বিতীয় দিনে ১৫ শিক্ষক অসুস্থ

শিক্ষকদের অনশন: দ্বিতীয় দিনে ১৫ শিক্ষক অসুস্থ

ঢাকা: প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতনবৈষম্য নিরসনের এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন চলছে।  শনিবার সকালে এ অনশন শুরু করে দেশের সাড়ে তিন লাখ শিক্ষকদের এই সংগঠন।  দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন করার ঘোষণা দেন তারা।  মহাজোটের অধীনে রয়েছে ১০টি সংগঠন।
এদিকে অনশন চলাকালে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ১৫ জন শিক্ষক অসুস্হ হয়ে পড়েন। এদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শিক্ষক নেতারা জানান।  আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে।  এরা হলেন, নাছরিন আক্তার, হুমায়ুন কবীর, সিদ্দিকুর রহমন, ও রাশেদ।   

অনশনে জোটের নেতারা বলছেন, প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে তাদের বেতন দিতে হবে।  দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।  এখান থেকে বিজয় না নিয়ে তারা ফিরে যাবেন না।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে