রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৩:১২:০৪

এবার বদলে যাচ্ছে বিটিভি

এবার বদলে যাচ্ছে বিটিভি

ঢাকা: প্রযুক্তির নানামাত্রিক উৎকর্ষে, যুুগের চাহিদামতো বহুমাত্রিক মাধ্যম হিসেবে গড়ে ওঠছে বিটিভি। সে অভিযাত্রায় এবার প্রচারণার মাধ্যমের বিস্তৃতি ঘটাচ্ছে চ্যানেলটি। সামাজিক মাধ্যমে প্রবেশে দেশের প্রথম বাংলা ভাষার চ্যানেল। ২৫ ডিসেম্বর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিটিভির সামাজিক মাধ্যম বিভাগের আনুষ্ঠানিক পথচলা শুরু হবে। উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সে উদ্বোধন লাইভ স্ট্রিমিং-এর মধ্য দিয়ে যাত্রা শুরু করবে বিটিভির ইউটিউব চ্যানেল।

চলমান অনুষ্ঠানমালার সঙ্গে এ চ্যানেলে থাকবে অতীতের কালজয়ী সব নাটক, গান, ম্যাগাজিন অনুষ্ঠান। এগুলোর অনেক কিছু ইউটিউবে বিচ্ছিন্নভাবে পাওয়া গেলেও এখানে থাকবে অনুষ্ঠানগুলোর মূল কপি। এগুলোর ছবির মানও ভালো। প্রাথমিকভাবে চ্যানেলে যোগ হয়েছে নাটক কোথাও কেউ নেই, বহুব্রীহি, সংশপ্তক, এইসব দিন রাত্রি, ঢাকায় থাকি, আজ রবিবারসহ তুমুল জনপ্রিয় আরো সব অনুষ্ঠান যোগ হবে এ চ্যানেলে।

যে অনুষ্ঠানগুলো শুধু বিটিভির আর্কাইভেই আছে সেগুলোও থাকবে এখানে। সে লক্ষ্যে আর্কাইভের ফিল্ম বা বেটা-ক্যাসেট থেকে ভিডিও রুপান্তরের কাজ চলছে। তাতে দর্শক চাহিদা যেমন মিটবে তেমনি ঐহিত্যময় অনুষ্ঠাগুলো নতুন প্রযুক্তিতে সংরক্ষণের বড় কাজ হবে। সুপ্রভাত বাংলাদেশ, গান চিরদিন, গল্প নয় সত্যি, উদ্ভাবকের দেশের মতো এখনকার দর্শক প্রিয় অনুষ্ঠানগুলোও দর্শকরা দেখতে পাবেন এ চ্যানেলে।

ইউটিউবে যাত্রা নতুন হলেও ফেইসবুকে বিটিভি আছে আগে থেকেই। বিটিভির সার্বিক আয়োজনের খবরাখবর থাকছে এখানে। একই সঙ্গে যে কেউ এখানে বিটিভি নিয়ে মতামত, অনুভূতি বা অভিযোগ জানাতে পারছেন। উত্তর দেয়া হচ্ছে বিটিভির পক্ষ থেকেও। তাদের পরামর্শ ও প্রতিক্রিয়া নিয়ে পরিকল্পনা ঢেলে সাজায় বিটিভি।

একইভাবে কার্যক্রম চলছে টুইটারেও। পুরো প্রক্রিয়ার দেখভাল করছেন বিটিভির ঢাকা কেন্দ্রের জি এম মো: মাসুদুল হক। তিনি বলছেন নতুন নতুন প্রযুক্তি সমন্বয় করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ধারণ লক্ষ্যে বিটিভি সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিটিভির ইউটিউব চ্যানেল দেখা যাবে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে