নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘এককভাবে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি চলছে। তবে ফাইনাল এখনো হয়নি। ইট ডিপেন্ডস অন বিএনপিস ডিসিশন (এটা বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে)।’
২৫ ডিসেম্বর সোমবার পটুয়াখালীর কুয়াকাটায় ব্যক্তিগত সফরে এসে এ কথা বলেন এরশাদ। তিনি বলেন, ‘আগামীতে বিএনপির অবস্থা, আওয়ামী লীগের অবস্থা দেখার পরে সিদ্ধান্ত গ্রহণ করব যে, আমরা কীভাবে নির্বাচন করব।’
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, বর্তমান সরকার ভালো অবস্থানে রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘রংপুরে একটা এক্সাম্পল হয়েছে, দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। এরকম যদি সারা দেশে করতে পারে, ইসির (নির্বাচন কমিশন) নাম লেখা থাকবে ইতিহাসে। তবে করতে পারবে কি না সেটা জানি না। আমরা দোয়া করব।’
মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে প্রশ্ন করা হলে উত্তরে এরশাদ বলেন, ‘না, না, না। সমস্যাতে সরকার নাই। এখন ভালো অবস্থানে আছে। নির্বাচন সময়মতোই হবে, সংবিধান মোতাবেক হবে অর্থাৎ প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবে, বুঝছ?’
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস