মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪৪:৪৯

হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে প্রাইভেটকার ছিটকে নিচে!

হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে প্রাইভেটকার ছিটকে নিচে!

নিউজ ডেস্ক: রাজধানীর জনপ্রিয় বিনোদন কেন্দ্র হাতিরঝিলে সেতু ভেঙে একটি গাড়ি দুমড়ে মুচকে  নিচে পড়ে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।  সোমবার রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

হাতিরঝিলে কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান জানান , ২ নম্বর মহানগর ব্রিজের রেলিং ভেঙে একটি প্রাইভেট কার নিচে পড়ে যায়।  খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গেলেও কাউকে পায়নি।  শুধু গাড়িটি ছিল। ”

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাইবেট কারে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হলে তাদের আশপাশের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান হক জানান, গাড়িটি রেলিং ভেঙে রাস্তার পাশে পড়েছিল।  এতে এক নারীসহ চারজন আহত হন।  তাদের পরিচয় পাওয়া যায়নি।
২৬ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে