নিউজ ডেস্ক: একদিন জনগণের কাছে সরকারকে তার সকল অপকর্ম ও দুঃশাসনের জবাব দিতেই হবে বলে ক্ষমতাসীনদের হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বুধবার ঢাকা মহানগর (উত্তর) জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি কপিল উদ্দিন ভূঁঞাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেয়া হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশব্যাপী সন্ত্রাসের মাধ্যমে জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিয়ে চিরদিন রাষ্ট্রক্ষমতায় থাকার বৃথা স্বপ্ন বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর এই উদ্দেশ্য পূরণে তারা দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করাকে উৎসবে পরিণত করেছে। দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। নতুন নতুন মামলা দায়ের করা হচ্ছে।
কপিল উদ্দিন ভূঁঞা সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার মন্তব্য করে তিনি বলেন, আমি তাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস