নিউজ ডেস্ক: বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সেতুর ৪১ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছে সেতু কর্তৃপক্ষ।
২৮ হাজার ৭৯০ কোটি টাকা খরচে পদ্মা সেতুর প্রকল্পটি সব ঠিকঠাক থাকলে ২০১৮ সালের ডিসেম্বরে কাজ শেষ হবার কথা রয়েছে।
মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলায় পদ্মা নদীর দুই তীর জুড়ে চলছে পদ্মা সেতুর বিশাল কর্মজজ্ঞ। শ্রমিকরা দিনরাত সেখানে ব্যস্ত সেতু তৈরির কাজে।
তবে স্মার্টফোন আর ইন্টারনেট থাকার কারণে অনেকেই এ সেতু নির্মাণ কাজের ভিডিও চিত্র ধারণ করে ছড়িয়ে দিচ্ছে ইউটিউবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস