শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৯:১৭:১৫

পেঁয়াজের দাম কমার সঙ্গে সঙ্গে কমেছে চালের দামও

পেঁয়াজের দাম কমার সঙ্গে সঙ্গে কমেছে চালের দামও

নিউজ ডেস্ক: পেঁয়াজের দাম কেজি প্রতি প্রায় ৪০ থেকে ৫০ টাকা এবং চালের দাম কেজিতে (প্রকার ভেদে) কমেছে ৩ থেকে ৬ টাকা।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত তিন-চার দিন যাবৎ পেঁয়াজের দাম নিম্নমুখী। গত তিন-চার দিন আগেও ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকা, যা আজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি।

দাম কমা প্রসঙ্গে আমদানিকারকরা বলছেন, ভারতের বাজারে নতুন পেঁয়াজ আসায় দাম কমতে শুরু করেছে। তা ছাড়া গত সপ্তাহের তুলনায় আমদানিও বেড়েছে।

রাজধানীর কারওয়ান বাজারের একাধিক পাইকারি ব্যবসায়ী জানান, দাম নাগালের মধ্যে আসায় কম দামে তারা পেঁয়াজ আমদানি করতে পারছেন এবং খুচরা ব্যবসায়ীদের কাছেও কম দামে পেঁয়াজে বিক্রি করতে পারছেন।

তারা আরো জানান, আগামী সপ্তাহে পেঁয়াজের আমদানি আরো বাড়বে। এর ফলে দাম আরো কমবে।

গেল কয়েক সপ্তাহে বাজারে অস্বাভাবিক পেঁয়াজের দরবৃদ্ধি জনজীবনে নাভিশ্বাস উঠে। ৪০ থেকে ৫০ টাকা দরে যে পেঁয়াজ বিক্রি হতো তা গত কয়েকদিন বেড়ে হয়েছিল ১০০ থেকে ১২০ টাকা। কিন্তু আমদানি বাড়ার কারণে দাম এখন আবার কিছুটা হলেও ক্রেতাদের হাতের নাগালে আসায় স্বস্তি ফিরে এসেছে জনজীবনে।

বর্তমানে খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজি ১২০ টাকা থেকে কমে হয়েছে ৮০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৯০ টাকা থেকে কমে হয়েছে ৬৫ টাকা। এ ছাড়া রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়।

এদিকে পেঁয়াজের সঙ্গে সঙ্গে কমেছে চালের দামও। রাজধানীর বাঁজারে হাসিক চাল ৫৫ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৫২ টাকা, মোটা চাল স্বর্ণা ও গুটি ৫০ টাকা থেকে কমে ৪৪ টাকা, মাঝারি চাল বিআর ২৮ ও লতা ৫৫ থেকে কমে ৫২ টাকা, মিনিকেট ৬৫ টাকা থেকে কমে ৬২ টাকা, নাজিরশাইল ৬৫ টাকা, পাইজম ৫২ টাকা থেকে ৭ টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাল আমদানি শুরু হয়েছে। তাই মোকামগুলোতে দামও কমতে শুরু করেছে। এভাবে যদি চাল বাজারে আসে তাহলে আগামীতে দাম আরো কমতে পারে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে