শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৯:০২

একাই ১৩০ জন মুসলিম রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন মফিজ উদ্দিন

একাই ১৩০ জন মুসলিম রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন মফিজ উদ্দিন

নিউজ ডেস্ক: ‘গুলি খেয়েছে, মার খেয়েছে, কাটা খেয়েছে। এটা তো দেখলেই তো চোখের পানি এসে যায়। ওরা তো মুসলমান, আমরাও তো মুসলমান। মুসলমান হিসেবে দেখলে একটু অন্তর জ্বলে। এজন্য [আশ্রয়] দিয়েছি।’ কথাগুলো বলছিলেন মফিজ উদ্দিন। তিনি নিজের খালি পড়ে থাকা জমিতে একাই ১৩০ জনেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন।

পেশায় সবজি বিক্রেতা মফিজ উদ্দিনের এই মহানুভবতার গল্প তুলে ধরেছে বৃটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসি রেডিওর বিখ্যাত অনুষ্ঠান টুডে’র একটি পর্বে মফিজ উদ্দিনের কাহিনী ঠাঁই পেয়েছে। এছাড়া ভিডিও প্রকাশিত হয়েছে বিবিসির ওয়েবসাইটে।

অনেকটা ব্যাখ্যার সুরে মফিজ বলেন, ‘আশ্রয় দিচ্ছি যখন ওরা চার মাস আগে আসে। অসহায় মানুষ। বাড়িঘর যেহেতু নাই। তো আমাদেরকে ধরে যদি আমাদের খালি জায়গাতে ঘর বেঁধে একটু থাকতে পারে সেই আশায়। আশ্রিতদের একজন সাহিলা খাতুন। তাকে জিজ্ঞেস করা হলো কেন এখানে আশ্রয় নিয়েছেন। জবাবে তিনি বলেন, ‘ওখানে গুলি মারে। কেটে ফেলে। মেরে ফেলে। এ কারণে সেখানে থাকতে পারি না। পালিয়ে এসে প্রাণ বাঁচিয়েছি।

তবে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় না দিতে পরামর্শ দিয়েছে। কিন্তু অনেক বাংলাদেশী মনে করেন, অসহায় মানুষকে আশ্রয় দেওয়া তাদের নৈতিক কর্তব্য। শতাধিক মানুষকে আশ্রয় দিতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন মফিজ উদ্দিন? জবাবে তিনি স্বীকার করে নেন যে, কিছুটা অসুবিধা হচ্ছে। তার ভাষ্য, ‘হালকা অসুবিধা হলেও সহ্য করছি আরকি। অসুবিধা বলতে, ক্ষেত করার জায়গায় থাকতে দিয়েছি তো, ফলে সেখানে আর চাষবাস করতে পারছি না।’

উল্লেখ্য, বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে সবজি বিক্রি করতে দেখা গেছে মফিজকে। ফলে ক্ষেত হারানোটা তার জন্যে বড় ক্ষতিই ছিল বলা চলে। তিনি আরও বলেন, ‘চলাফেরা আর উঠাবসায় সমস্যা হচ্ছে। আমার যে চলার রাস্তা, সেটার পাশে পায়খানা-প্রস্রাব ত্যাগ করছে। তাই চলাফেরায় একটু সমস্যা হয়ে যায়। আর কোনো সমস্যা নাই।’

হাসিনা বেগম নামে এক আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গার কণ্ঠে হতাশার সুর। তিনি বলেন, ‘পাঁচ বছর থাকতে হয়, নাকি ২ বছর থাকতে হয়, আমরা তো জানি না। এটা তো শুধু আল্লাহর হুকুমের ওপর নির্ভর করে। আমাদেরকে রোহিঙ্গা হিসেবে মেনে না নিলে, আমাদের ভূমি ফিরিয়ে না দিলে, বাড়িঘর ফিরিয়ে না দিলে, এখানেই হয়তো কষ্টে কষ্টে মরে যাবো। এই-ই তো।’

প্রায় ৭ লাখের মতো রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে মিয়ানমারের সামরিক বাহিনী, এমন অভিযোগ বেশ জোরেশোরেই উঠছে
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে