স্পোর্টস ডেস্ক: সৌখিনতা থেকে কৃষিতে এসে অভাবনীয় সাফল্যের নজির গড়েছেন অনেকেই। ভালোবাসা নিয়ে কৃষি শুরু করে অল্পদিনেই বাণিজ্যিক লাভও পাচ্ছেন তারা। নারায়ণগঞ্জের দাসেরগাঁও গ্রামে এমন একটি সমন্বিত খামার গড়েছেন শিল্পপতি হারুন অর রশীদ।
তিনি এখন তরুণদের উৎসাহিত করছেন কৃষি কাজে সম্পৃক্ত হওয়ার জন্য। সমৃদ্ধ এই কৃষি খামার নিয়ে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ প্রতিবেদন প্রচার হয় আজ রাত ৯টা ৫০ মিনিটে চ্যানেল আই-এর ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে।
এমটি নিউজ/এপি/ডিসি