নিউজ ডেস্ক: আজ দেয়া হবে জেএসসি ও জেডিসির রেজাল্ট। মোবাইলে যেভাবে জানা যাবে জেএসসি/জেডিসির ফলঃ যে কোনো মোবাইল অপারেটর থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে JSC/JDC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন, Dhaka বোর্ডের জন্য DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2017 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।
বিভিন্ন বোর্ডের নামের তিন অক্ষর যেমনঃ DHA = Dhaka Board , COM = Comilla Board , RAJ = Rajshahi Board , JES = Jessore Board , CHI= Chittagong Board , BAR = Barisal Board , SYL = Sylhet Board , DIN = Dinajpur Board , MAD = Madrassah Board , TEC= Technical Board এরপর একটি স্পেস দিয়ে রোল লিখতে হবে আবার একটি স্পেস দিয়ে পরীক্ষার সাল 2017 লিখতে হবে।
জেএসসির জন্য Example: JSC <স্পেস>DHA <স্পেস>123456 <স্পেস>2017, এই মেসেজটি পাঠাতে হবে 16222 নম্বরে।
জেডিসির জন্য Example: JDC<স্পেস>MAD<স্পেস>123456<স্পেস>2017, এই মেসেজটি পাঠাতে হবে 16222 নম্বরে।
এছাড়া অনলাইনে www.educationboardresults.gov.bd/www.moedu.gov.bd ওয়েবসাইটে ও নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
মোবাইলে যেভাবে জানা যাবে প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ফলঃ
DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2017 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে জানা যাবে প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল।
প্রাথমিক শিক্ষা সমাপনীর জন্য Example: DPE <স্পেস>Thana Code <স্পেস>Roll Number <স্পেস>2017, এই মেসেজটি পাঠাতে হবে 16222 নম্বরে।
আর ইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2017 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে জানা যাবে প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল।
ইবতেদায়ী শিক্ষা সমাপনীর জন্য Example: EBT <স্পেস>Thana Code <স্পেস>Roll Number <স্পেস>2017,এই মেসেজটি পাঠাতে হবে 16222 নম্বরে।
এবং অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে। ক্রিকবাজ’ ২৯ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর