রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ০১:৪১:২৯

চার দেয়ালের ভেতরই জমজমাট পার্টির আয়োজন

চার দেয়ালের ভেতরই জমজমাট পার্টির আয়োজন

নিউজ ডেস্ক: নিরাপত্তার কারণেই থার্টি ফার্স্ট নাইট উদযাপনে প্রশাসনের কড়াকড়ি। বলা হয়েছে, উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান, জমায়েত করা যাবে না। তবে চার দেয়ালের মধ্যে অনুষ্ঠান আয়োজন করা যাবে। বাড়ির ছাদেও কোনো আয়োজন করা যাবে না। এই কড়াকড়ির মধ্যেই পালিত হবে থার্টি ফার্স্ট নাইট। বাসায়, হোটেলে, লঞ্চে, ক্লাবে হবে জমজমাট বর্ষবরণ। নাচ, গান, ফ্যাশন শো রয়েছে নানা আয়োজন। ইতিমধ্যে কণ্ঠশিল্পী, ডিস্কজকি, পার্টিগার্লদের বুকিং দেয়া হয়েছে চড়া দামে। চলচ্চিত্রের আইটেম গার্লরা ঢাকা ও আশপাশের বিভিন্ন পার্টিতে অংশ নেবেন।

সূত্রমতে উত্তরা, গুলশান, বনানী, নিকেতন, ধানমন্ডি ও পুরান ঢাকার বিভিন্ন বাড়িতে রাতব্যাপী পার্টির আয়োজন করা হয়েছে। এসব পার্টিতে নির্ধারিত ব্যক্তিরা অংশ নেবেন। উত্তরার তিন নম্বর সেক্টরে সাবেক এক বিমানবালার বাসায় আয়োজন করা হয়েছে রাতের পার্টির। এতে কয়েক শিল্পী ও আইটেম গার্ল উপস্থিত থাকবেন। একইভাবে নিকেতনে চলচ্চিত্রের এক অভিনেত্রীর বাসায় পালিত হবে থার্টি ফার্স্ট নাইট। এতে একটি ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। ওই পার্টিতে কয়েক চলচ্চিত্র পরিচালক, অভিনেত্রী ও অভিনেতা থাকার কথা রয়েছে। কুর্মিটোলা গলফ ক্লাবের মাঠে হবে জমজমাট আয়োজন। এতে আমলা, ব্যবসায়ী ও চলচ্চিত্রের প্রথমসারির নায়ক-নায়িকা, আইটেম গার্লরা উপস্থিত থাকবেন। রাতভর সেখানে নাচ ও গান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আয়োজন করেছে সোহানা গ্রুপ। এছাড়াও উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব ও ক্যাডেট কলেজ ক্লাব পৃথকভাবে আয়োজন করেছে অনুষ্ঠানের।

ঢাক-ঢোল পিটিয়ে জম্পেশ পার্টি হচ্ছে রেডিসন ব্লু হোটেল ও লা মেরিডিয়ানে। চার হাজার থেকে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে এসব পার্টির টিকিট। সন্ধ্যা থেকে ওয়েস্টার্ন ড্যান্স, পপ গান ও ডিজেরা মাতিয়ে রাখবেন পার্টি। আয়োজকদের ধারণা এতে বিপুল সংখ্যক দর্শক হবে। ইতিমধ্যে টিকিট বিক্রি হয়েছে অর্ধেকেরও বেশি। এছাড়াও প্রায় সব তারকা হোটেলের বলরুমে বোর্ডারদের জন্য থাকবে নাচ-গানের অনুষ্ঠান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও থার্টি ফার্স্ট নাইট। এটি আয়োজন করেছে ‘নিউ ইয়ার্স সেলিবেশন পার্টি’। এতে জনপ্রিয় শিল্পীরা গান করবেন।

এবার অন্তত ১০টি লঞ্চে পালিত হবে থার্টি ফার্স্ট নাইট। ৩১শে ডিসেম্বর সন্ধ্যায় সদরঘাট থেকে যাত্রা করবে লঞ্চগুলো। এরমধ্যে কয়েক লঞ্চে হচ্ছে কমার্শিয়াল পার্টি। রাতভর নাচ, গান। থাকবে খাবারের ব্যবস্থা। রেজিস্ট্রেশন ফি দিয়ে ওই পার্টিতে অংশ নিচ্ছেন যুগলরা। রাতে লঞ্চযাত্রা, নাচ-গান উপভোগ ও কেবিনে সময় কাটিয়ে থার্টি ফার্স্ট নাইট পালন করা হবে।

ঢাকার ইভেন্ট ম্যানেজমেন্টদের অনেকে এবার বেছে নিয়েছেন ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা। এমনকি কক্সবাজার ও সিলেটমুখী হচ্ছেন অনেকে। সেখানে বিভিন্ন হোটেলে আয়োজন করা হয়েছে থার্টি ফার্স্ট নাইট উৎসব। ঢাকার পার্টিগার্লদের বুকিং করা হয়েছে এসব পার্টির জন্য। কক্সবাজার, সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন হোটেল এবং কটেজগুলো আগেই বুকিং দেয়া হয়েছে পার্টির জন্য। ঢাকার তরুণ-তরুণীদের বিপুল অংশ রাত কাটাবেন এসব পার্টিতে। একইভাবে গাজীপুর, নরসিংদী এলাকায় খোলা মাঠে আয়োজন করা হয়েছে পার্টির।

 এসব পার্টিতে বিটের তালে তালে নাচবেন চলচ্চিত্রের আইটেম গার্ল ও যাত্রা শিল্পীরা। ইতিমধ্যে এসব পার্টির টিকিটে বিক্রি প্রায় শেষ পর্যায়ে বলে আয়োজকরা জানান। আয়োজকদের একজন রিফাত হাসান বাবু বলেন, ঢাকায় কড়াকড়ি। কমার্শিয়াল পার্টি করা অর্থনৈতিক ঝুঁকি। তাই আমার মতো অনেকেই বাইরে পার্টির আয়োজন করছে। তবে এই কড়াকড়ির মধ্যেই অনেকে চার দেয়ালের ভেতরে জমজমাট পার্টি করছেন। কেউ কেউ লঞ্চ ভাড়া করে পার্টি করছেন বলে জানান তিনি।-এমজমিন
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে