নিউজ ডেস্ক: আবারও মন্ত্রিসভায় রদবদল হচ্ছে। আর কয়েকটি মন্ত্রণালয়ে এই পরিবর্তন হতে পারে বলে জানা গেছে।। এদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও লক্ষ্মীপুরের সাংসদ শাহজাহান কামালকে আগামীকাল মঙ্গলবার বঙ্গভবনে থাকতে বলা হয়েছে।
সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তাদের ফোন করেন বলে জানা গেছে। তবে কেন তাদের বঙ্গভবনে থাকতে বলা হয়েছে সে ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছু জানানো হয়নি।
গত ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা যান। প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বরত রয়েছেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস