নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কুমিল্লার আদালতে। বিএনপি জামায়াতের আন্দোলন চলাকালীন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা হামলায় আট যাত্রীকে হত্যা মামলার প্রেক্ষিতে আজ মঙ্গলবার এ গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
গত বছরের ১৬ নবেম্বর জেলা ডিবির ইন্সপেক্টর ফিরোজ হোসেন ৭৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আজ শুনানী শেষে আদালত চার্জশিট গ্রহণ করে ওই ৫৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত। তিনি জানান, মঙ্গলবার আদালতে শুনানিকালে জামায়াত নেতা অ্যাডভোকেট শাহজাহানসহ বিএনপি-জামায়াতের স্থানীয় ২০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। খালেদা জিয়াসহ কেন্দ্রীয় বিএনপি নেতারা আদালতে উপস্থিত না থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস