বৃহস্পতিবার, ০৪ জানুয়ারী, ২০১৮, ০৯:১৯:০২

খালেদা জিয়ার মাথায় ঘিলু নাই, বললেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মাথায় ঘিলু নাই, বললেন প্রধানমন্ত্রী

ঢাকা ডেস্ক: বেগম জিয়া সজ্ঞানে না থাকার কারণেই পদ্মাসেতু জোড়াতালি দিয়ে হচ্ছে বলে মন্তব্য করেছেন। বিকেলে গণভবনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন। এসময় যথাযথ শিক্ষা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের দেশ গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশের স্বাধীনতা সংগ্রাম ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ঐতিহ্যবাহী এ সংগঠনের ৭০ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বৃহস্পতিবার গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী অতীতের ছাত্রলীগের গৌরব উজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ্য করে আগামী দিনেও দেশকে এগিয়ে নিতে নেতা-কর্মীদের আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের যতোগুলো অর্জন, সব অর্জনের পেছনেই রয়েছে ছাত্রলীগের আত্মত্যাগ। শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শান্তির পথে প্রগতির দিকে এগিয়ে যেতে হবে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

পঁচাত্তরের পর বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের রাজনীতি ও ভোটাধিকার দিয়ে দেশের স্বাধীনতা ধ্বংস করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘অনেকেই বলে থাকে, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। কিন্তু জিয়াউর রহমানের গণতন্ত্র ছিলো কারফিউ গণতন্ত্র। কারণ প্রতিরাতে থাকতো কারফিউ। মানুষের স্বাধীনভাবে চলার কোনো সুযোগ ছিলো না। আর বহুদল মানে, ঐ যে রাজাকার-আলবদর, যাদের  রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছিলো সংবিধানের ১২ অনুচ্ছেদে, সেই ১২ অনুচ্ছেদ বিলুপ্ত করে তাদের রাজনীতিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।’

আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, সঠিক জ্ঞান না থাকায় খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘সরকারে এসেছি নিজের ভাগ্য গড়তে না। জনগণের ভাগ্য গড়তে, জনগণের ভাগ্যে পরিবর্তন আনতে। আজকে যখন আমরা নিজেদের অর্থায়নে পদ্মাসেতু গড়ি, তখন আপনারা শুনেছেন, খালেদা জিয়া বক্তৃতা দেয়- ওই পদ্মাসেতু জোড়াতালি দিয়ে করা হয়েছে, কেউ পদ্মাসেতুতে উঠবেন না। একটা সেতু কীভাবে, কী পদ্ধতিতে নির্মাণ করতে হবে, ওইটুকু বোঝার মতো ঘিলু নাই। উনার মাথায় যে ঘিলু আছে সেটা কিসের? চুরি করার, টাকা বানানোর, এতিমের টাকা খাওয়ার, মানুষ পোড়ানো, মানুষ মারা- এটাই পারেন।’

আগামীতে দেশ গড়ার অগ্রযাত্রায় ছাত্রলীগকে অতীতের মতো ভূমিকার রাখার আহ্বান জানার প্রধানমন্ত্রী।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে