নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাবর্তনে যোগ দিতে আগামীকাল দুই দিনের সফরে কুষ্টিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দীর্ঘ ১৫ বছর পর রোববার ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি এদিন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে সনদ বিতরণ করবেন।
এছাড়া সফরের প্রথম দিন তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ী ও ছেঁউড়িয়ায় মরমি সাধক ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ী পরিদর্শন করবেন।
এদিকে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার স্থাপনা। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে যোগ দিয়ে রাষ্ট্রপতি এ স্থাপনাগুলো উদ্বোধন করবেন।
স্থাপনাগুলোর উদ্বোধনের জন্য এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্থাপনাগুলোর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের কাজ ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়াও ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের কাজ সম্পন্ন হয়েছে। তবে নতুন প্রতিষ্ঠিত শেখ রাসেল হল এবং দেশরত্ন শেখ হাসিনা হলের বর্ধিত অংশের কাজও শেষের পথে।
৫ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর