স্টার জলসার ‘কিরণমালা’ দেখা নিয়ে এবার স্বামী-স্ত্রী হাসপাতালে
নিউজ ডেস্ক: ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা সিরিয়াল কিরণমালা দেখা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে শেষে হাসপাতালে ভর্তি হয়েছেন এক দম্পতি। শনিবার দুপুরে যশোর শহরের ঘোপ বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বামীর নাম আবদুর রহমান একজন রিকশাচালক। তাঁর স্ত্রীর নাম লিপি।
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রহমান ও লিপির সঙ্গে কথা বলে জানা যায়, কিরণমালা সিরিয়ালটি দেখতে দুপুরে বাড়ি ফেরেন রিকশাচালক আবদুর রহমান। রিকশা রেখে দুপুরে অনুষ্ঠান দেখতে বসেন তিনি।
স্ত্রীর শত অনুরোধেও তিনি কাজে বের হচ্ছিলেন না। এ নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটি থেকে হাতাহাতি হয়। একপর্যায়ে আবদুর রহমান তাঁর স্ত্রী লিপিকে ঘরের দরজার খিল (দুই পাল্লা আটকানোয় ব্যবহার্য কাঠের খণ্ড) দিয়ে আঘাত করেন।
এতে স্ত্রী ক্ষিপ্ত হয়ে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল