সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৯:৫২

আদালতে যাননি খালেদা

আদালতে যাননি খালেদা

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ (সোমবার) আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের আইনজীবী এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে সোমবার ঢাকার বকশীবাজারে আলিয়া মাদরাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির হতে পারবেন না। চিকিৎসার জন্য লন্ডনে থাকায় এর আগেও কয়েকটি ধার্য তারিখে আদালতে হাজির পারেননি তিনি। সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার চারজন সাক্ষীকে আসামিপক্ষের জেরা এবং তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। আগামী ১৪ই জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার জেরা ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রেখেছেন আদালত। ব্যক্তিগত সফরে গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। টানা ২ মাস ১০ দিন লন্ডনে অবস্থানকালে দুই চোখ ও পায়ের চিকিৎসা করান তিনি। গত ২১ নভেম্বর রাতে দেশে ফেরেন তিনি। গত ২৬ নভেম্বর এবং ০৩ ও ১০ ডিসেম্বরও এ আদালতে হাজিরা দেননি খালেদা। তবে উচ্চ আদালতের নির্দেশ অনুসারে গত ১ ডিসেম্বর নাইকো দুর্নীতি মামলায় নবম বিশেষ জজ আমিনুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে