টিউলিপ এসেছেন
ঢাকা : বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও নাতনি টিউলিপ সিদ্দিকী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। যুক্তরাজ্য থেকে ঢাকায় ফেরার পথে ওসমানী বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি করছেন বঙ্গবন্ধু পরিবারের এ দুই সদস্য।
জানা গেছে, বাংলাদেশ বিমানের বিজি-০০৬ ফ্লাইটে এসেছেন শেখ রেহানা ও টিউলিপ। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটি সোমবার সকাল দশটা ৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, সিলেটের জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন তারা। তবে সময় স্বল্পতার কারণে মতবিনিময় বা কোনো ধরনের সংবর্ধনা অনুষ্ঠান করা হচ্ছে না। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান জানান, এক সপ্তাহের সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও নাতনি।
যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিকী সাধারণ নির্বাচনে জয়লাভের পর সিলেট ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় পরিবারের সঙ্গেই টিউলিপ পুরো সময় কাটাবেন বলে জানা গেছে।
২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ