সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৫:৪২

পে-স্কেল নিয়ে আন্দোলন

পে-স্কেল নিয়ে আন্দোলন

নিউজ ডেস্ক : নতুন বেতন স্কেলে ২৬ ক্যাডার, প্রকৃচি ও ননক্যাডার কর্মকর্তাদের দাবি না মেনে নেয়ায় প্রশাসনে স্বস্তির পরিবর্তে অস্বস্তি চলছে। এ দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন সাড়ে চার লাখ কর্মকর্তা। এ বিষয়কে কেন্দ্র করে প্রশাসন ক্যাডার, ২৬ ক্যাডার, প্রকৃচি ও ননক্যাডার কর্মকর্তারা এখন মুখোমুখি। সচিবালয়ের একাধিক সূত্র ও কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে। নতুন অষ্টম বেতন কাঠামোতে ২৬ ক্যাডার, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক (প্রকৃচি) ও ননক্যাডার কর্মকর্তাদের দাবি মেনে না হয়নি। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না দেয়া, প্রথম শ্রেণীর চাকরিতে যোগদানের ক্ষেত্রে ক্যাডার ননক্যাডার বৈষম্য ও ইউএনকে কর্তৃত্ব প্রদান বাতিল না করায় তারা আন্দোলনে নেমেছেন। রাজধানীসহ দেশব্যাপী প্রায় সাড়ে চার লাখ প্রথম শ্রেণীর কর্মকর্তা এই আন্দোলনে নামছেন। এর সঙ্গে যুক্ত হচ্ছে আন্তঃক্যাডার দ্বন্দ্ব। এ কারণে গোটা প্রশাসনে চরম বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। প্রকৃচি-বিসিএস সমম্বয় কমিটির নেতাদের দেয়া তথ্যানুসারে, ২৬ ক্যাডারসহ প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকের সংখ্যা ৮০ হাজারের ওপরে। এ ছাড়া ননক্যাডার প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রায় সাড়ে তিন লাখ। এর মধ্যে ৫০ হাজারের ওপরে প্রকৌশলী রয়েছেন। প্রশাসন পরিচালনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত তারা ছড়িয়ে আছেন। কর্মকর্তাদের আন্দোলন দেশজুড়ে চলবে। রোরবার প্রকৃচি ও ২৬ ক্যাডার কর্মকর্তা অফিস চলাকালীন কালো ব্যাজ ধারণ করেছেন। সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন অফিসে কর্মকর্তাদের কালো ব্যাজ পরতে দেখা গেছে। এরপর আজ সোমবার থেকে ননক্যাডার কর্মকর্তারা এক ঘণ্টার কর্মবিরতি পালন করছেন। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে