সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ১২:২২:২৯

সাতশ' কোটি টাকা লোপাট : গভর্নর

সাতশ' কোটি টাকা লোপাট : গভর্নর

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, একটি আর্থিক প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান নিজ নামে ও স্ত্রী, কন্যা, তার স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মনোনীত ব্যক্তি এবং প্রতিনিধিদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করেছেন। যার বর্তমান স্থিতি সাতশ' কোটি টাকার বেশি। রোববার এনবিএফআই প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এক সভায় অর্থ লোপাটের এ কথা জানান গভর্নর। গভর্নর তার লিখিত বক্তব্যে তিনি আরও জানান, ওই প্রতিষ্ঠানের অভিযুক্ত পরিচালকদের অপসারণ করা হয়েছে। এ ছাড়া পরিচালনা পর্ষদে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পর্যবেক্ষক নিয়োগও দেয়া হয়েছে। বর্তমানে ফৌজদারি মামলা করার প্রস্তুতি চলছে। এ সময় গভর্নর এ ঘটনাকে আর্থিক খাতের সুশাসনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন। আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে, এজন্য এই মুহূর্তে ওই প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করা হচ্ছে না বলেও জানানো হয়। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে