সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০১:৪৫:০২

পৃথক ঘটনায় সড়কে প্রাণ গেল ৬ নাগরিকের

 পৃথক ঘটনায় সড়কে প্রাণ গেল ৬ নাগরিকের

নিউজ ডেস্ক : পৃথক ঘটনায় সড়কে প্রাণ গেল ৬ নাগরিকের । পাবনা-ঢাকা মহাসড়কের চিনাছড়া এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে শিশু ও নারী সহ ৫ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। সোমবার পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুজানগনর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া মণ্ডল বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি। এদিকে সিলেটের বিয়ানীবাজার সড়কের শেওলা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। সোমবার সকাল পৌনে ৯টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস (সিলেট জ-১১০৭০৭) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান উপজেলার মাথিউরা গ্রামের আব্দুল হাফিজ (৪০)। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে