সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪৮:৪৯

গৃহকর্মীদের জন্য দারুণ সুখবর

গৃহকর্মীদের জন্য দারুণ সুখবর

ঢাকা : গৃহকর্মীদের জন্য দারুণ সুখবর, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণনীতি-২০১৫ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, গৃহকর্মীরা মাতৃত্বকালীন ১৬ সপ্তাহ ছুটি পাবেন। শ্রম আইনের আলোকে অন্যান্য ছুটি, বিশ্রাম এবং বিনোদনের ব্যবস্থা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবেন গৃহকর্তা। গৃহকর্মী ও গৃহকর্তা আলোচনা সাপেক্ষে তাদের বেতন কাঠামো নিশ্চিত করবেন। গৃহকর্মীদের কোনো রকম ভয়ভীতি ও হয়রানি করা যাবে না। কেউ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। মোহাম্মদ শফিউল আলম জানান, গৃহকর্মী ছেলে বা মেয়ে হোক তাদের সুরক্ষার কথা বলা হয়েছে। ১৪ বছর বয়সী গৃহকর্মীরা হালকা কাজ এবং ১৮ বছর বয়সীরা সব ধরনের কাজ করবে। গৃহকর্মীদের জন্য একটা হেল্প লাইনও চালু করা হবে। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে