হঠাৎ অসুস্থ নজরুল ইসলাম খান সিঙ্গাপুরে
নিউজ ডেস্ক : শ্রমিক ইউনিয়নের একটি কর্মশালায় যোগ দিতে সিঙ্গাপুরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সেখানে তার মেরুদণ্ডের অস্ত্রোপচার করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শনিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়।
তার ছেলে অনিক ইসলাম খান গণমাধ্যমকে জানান, বাবার স্পাইনাল কর্ডে অস্ত্রোপচার হয়েছে। আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের পর তিনি এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তিনি জানান, আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়নের একটি কর্মশালায় যোগ দিতে গত ১০ নভেম্বর সিঙ্গাপুরে যান তিনি। সেখানে মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা অনুভব হলে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান। এরপর গত ১৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করার একদিন পর তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়।
২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�