সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৪:২৪:০০

মতিঝিলে আগুন, হুড়োহুড়িতে ডাক্তারের মৃত্যু

মতিঝিলে আগুন, হুড়োহুড়িতে ডাক্তারের মৃত্যু

ঢাকা : ঢাকার মতিঝিলে রাস্তার পাশে ঝুলন্ত তারে আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পাশের ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে মারা গেছেন এক ডাক্তার। মতিঝিল থানা পুলিশ জানায়, এ ঘটনা ঘটে সোমবার বেলা পৌনে ১২টার দিকে মতিঝিলের ১০ তলা হাজী ম্যানসনের সামনে। নিহত শাহনেওয়াজ বিন তাবিদ (৬৫) পেশায় একজন চিকিৎসক। তিনি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সাবেক পরিচালক। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, হাজী ম্যানসনের মাঝ বরাবর তারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলার কয়েকটি কক্ষে ধোঁয়ায় আচ্ছন্ন হওয়ায় লোকজন আতঙ্কে হুড়োহুড়ি করে নামার চেষ্টা করে। এ সময় অধ্যাপক শাহনেওয়াজ চার তলা থেকে নামতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুর সোয়া ১টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি চারতলায় একটি ব্যাংকে গিয়েছিলেন বলে জানা গেছে। নিহত শাহনেওয়াজের স্ত্রী সাবিনা সুলতানাও পেশায় চিকিৎসক। তাদের গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় রমনার ইস্টার্ন ফ্লাওয়ারে থাকেন তারা। তাদের এক ছেলে রয়েছে। গত বছর শাহনেওয়াজ অবসরে যাওয়ার পর মিরপুরের একটি শিশু হাসপাতালে যোগ দেন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে