ওমরাহ হজ পালনে আর বাধা নেই
নিউজ ডেস্ক : ওমরাহ হজ পালনে আর বাধা নেই। বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসার ওপর যে নিষেধাজ্ঞা সৌদি আরব আরোপ করেছিল তা প্রত্যাহার করে নিয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এবং বাংলাদেশি হাজীদের সম্মানে ওমরাহ ভিসা ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সৌদি সরকার অবহিত আছে। ওমরাহ হজ পালনে বাংলাদেশের আগ্রহীরা ভিসা পেতে সৌদি ওমরাহ এজেন্সি এবং কোম্পানির মাধ্যমে আবেদন করতে পারবেন।
ওমরাহ ভিসার নামে মানব পাচারের অভিযোগ এবং নিয়মিত হজ পালনের পর দেশে ফিরে না আসার কারণে চলতি বছরের প্রথমদিকে বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ রেখেছিল সৌদি সরকার।
২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�