সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৬:২৪:২৩

ক্ষমতায় গিয়ে ব্যবস্থা : খালেদা

ক্ষমতায় গিয়ে ব্যবস্থা : খালেদা

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যারা মুক্তিযুদ্ধ করেনি, আজ তারা বড় মুক্তিযোদ্ধা। ক্ষমতায় গিয়ে এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউটে মুক্তিযোদ্ধাদের সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল ৫টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশে যোগ দেন তিনি। ‘নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসী মানুষের ঐক্য ও আন্দোলনের কোনো বিকল্প নেই’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সামবেশে বিশিষ্ট মুক্তিযোদ্ধারা উপস্থিত রয়েছেন। সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক প্রমুখ উপস্থিত রয়েছেন। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে