সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫২:৪১

দ্রুত বিএনপি নেত্রীর চিকিৎসা করানো দরকার : হানিফ

 দ্রুত বিএনপি নেত্রীর চিকিৎসা করানো দরকার : হানিফ

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন একতরফা আচরণ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে হানিফ বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি ক্ষমতার বাইরে আছে। তাদের প্রতি সহানুভূতি নিয়ে সরকারি দলের প্রতি খড়গহস্ত চালানোর কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। তিনি বলেন, আমরা গত কয়েকদিনে দেখেছি, বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী ও নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, যা অনেকটাই একতরফা। কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সবার প্রতি সমান আচরণ করার অনুরোধ করেন তিনি। ‘আন্দোলন নয়, নির্বাচনে সরকারকে ঘায়েল করতে হবে’ বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, আন্দোলন করে সরকারের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা তাদের নেই। আন্দোলন করে ব্যর্থ হয়ে নির্বাচনের মাধ্যমে কিছু অর্জন করা যায় কিনা— সেটা খোঁজার চেষ্টা করছেন। তিনি বলেন, যেভাবে জনগণ তাদের আন্দোলন ব্যর্থ করেছে, তেমনি নির্বাচনেও ব্যর্থ করে দেবে। বিএনপিকে ভোট দেয়ার কোনো কারণ আছে বলে মনে করে না জনগণ। পেট্রলবোমা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা দেখতে চায় না জনগণ। নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়ে হানিফ বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সেটার জন্য নির্বাচন কমিশনকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্পর্কে খালেদা জিয়া অশালীন ভাষায় কথা বলেছেন। কোনো সভ্য দেশে এ ধরনের ভাষা কেবলখালেদা জিয়ার মুখেই মানায়। উনার বক্তব্য মানসিক ভারসাম্যহীন উম্মাদের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। দ্রুত বিএনপি নেত্রীর চিকিৎসা করে সুস্থতা নিশ্চিত করা দরকার। আমরাও দোয়া করব, উনার সুস্থতার জন্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, আব্দুল মান্নান খান প্রমুখ। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে