সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫৪:০৩

‘৩০ লাখ পোশাকশ্রমিকের খবর মিথ্যা’

  ‘৩০ লাখ পোশাকশ্রমিকের খবর মিথ্যা’

ঢাকা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কয়েকটি পত্রিকায় ৩০ লাখ পোশাকশ্রমিক নিরাপত্তাহীনতায় ভুগছে বলে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা মিথ্যা। যে সংগঠনের নামে এটা প্রকাশ করা হয়েছে জীবনেও সেটির নাম শোনেননি তিনি। সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ১৫-১৮ ডিসেম্বর পর্যন্ত কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের বিভিন্ন তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তোফায়েল আহমেদ বলেন, রানা প্লাজা ধসের পর বাংলাদেশের ভাবমূর্তির যে সমস্যা হয়েছিল তা আস্তে আস্তে কেটে গেছে। পোশাক খাতে তেমন ঝুঁকি নেই বলেই এখন অ্যাকর্ড ও অ্যালায়েন্স (পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে বিদেশি ক্রেতাদের দুই জোট) আমাদের সার্টিফিকেট দিচ্ছে। এ মুহূর্তে এ ধরনের সংবাদ প্রকাশ করায় আমি দুঃখিত ও খুবই ব্যথিত। তিনি গণমাধ্যমকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে