বেতন স্কেলের বকেয়া দুই কিস্তিতে
নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীরা ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত ৫ মাসের বর্ধিত বেতন বকেয়া হিসেবে পাবেন। জুলাই এবং আগস্ট এ দুই মাসের পাওনা বকেয়া (মহার্ঘভাতা সমন্বয়সহ) ডিসেম্বরের বেতনের সঙ্গে পাবেন।
সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসের পাওনা বকেয়া (মহার্ঘভাতা সমন্বয়সহ) ২০১৬ সালের জানুয়ারির বেতনের সঙ্গে দেয়া হবে।
এ বিষয়ে সম্প্রতি অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে।
এতে বলা হয়েছে, ২০১৫ সালের ১ জুলাই থেকে নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছে। ১৫ ডিসেম্বর এক এসআরওর মাধ্যমে বেতন স্কেলের গেজেট প্রকাশ হয়েছে।
চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫-এর ১(৩)(খ) অনুচ্ছেদে প্রজাতন্ত্রের সব চাকরিজীবীর জন্য ২০১৫ সালের ১ জুলাই থেকে এ আদেশ জারির তারিখ পর্যন্ত বকেয়া বেতনের প্রাপ্যতা এবং ১(৩)(ঘ) অনুচ্ছেদ ১ জুলাই থেকে এরই মধ্যে আহরিত মহার্ঘভাতা প্রাপ্য বকেয়ার সঙ্গে সমন্বয় করা হবে।
অপর এক প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের জন্য ‘শিক্ষাসহায়ক ভাতা’ নির্ধারণ করা হয়েছে, যা ২০১৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। এতে সব কর্মচারীর জন্য সন্তান প্রতি মাসিক ৫০০ টাকা হারে এবং অনধিক ২ সন্তানের জন্য সর্বোচ্চ ১ হাজার টাকা হারে দেয়া হবে।
স্বামী-স্ত্রী উভয়েই চাকরিজীবী হলে সন্তান সংখ্যা যেকোনো একজনের ক্ষেত্রে গণনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে।
এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র এবং জন্মনিবন্ধন সনদের কপি দাখিল করতে হবে। জন্মনিবন্ধন সনদ অনুযায়ী ২১ বছর পর্যন্ত বয়সী সন্তান এ ভাতা পাবেন।
২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�