সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৪:৪৩

‘সাপের মতো ছোবল দিতে পারেন খালেদা’

‘সাপের মতো ছোবল দিতে পারেন খালেদা’

ঢাকা : আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটির আহ্বায়ক ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান নির্বাচন সম্পর্কে বেগম জিয়ার গতকালের উক্তির সমালোচনা করে বলেছেন, বেগম জিয়া লন্ডনে গিয়ে ষড়যন্ত্র করে এসেছেন। তিনি সাপের মতো চুপ করে আছেন। হঠাৎ তিনি ছোবল দিতে পারেন। তাকে বিশ্বাস করা যায় না। আমাদের সতর্ক থাকতে হবে। আজ সোমবার আবদুল গণী রোডের বিদ্যুৎ ভবনের ১৪ তলায় মুক্তি হলে বাংলাদেশ বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ফেডারেশন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটি পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধবন্দীর বিচার করার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা এবং ‘৭১ সালে বাংলাদেশের পাওনা ফিরিয়ে আনার জন্য এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিদুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া। বক্তব্য রাখেন প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক অঞ্জন রায়, সড়ক পরিবহন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান প্রমুখ। শাজাহান খান বলেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটির কোনো দাবি নেই। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। আমাদের উদ্দেশ্য পাকিস্তানি সেনা বাহিনীর ১৯৫ জন সদস্যের বিচার ও পাকিস্তানি সেনা বাহিনীর দ্বারা লুটে নেয়া বাংলাদেশের সম্পদ উদ্ধার। তিনি বলেন, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানি জামায়াত বিক্ষোভ মিছিল করেছিল। কারণ সে পাকিস্তানি চর ছিল। এটি পাকিস্তানি মানবতাবাদী কর্মী আসমা জাহাঙ্গীরের কথা। শাজাহান খান বলেন, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি রদ করার জন্য ইমরান খান প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েঠিলেন ও ফোন করেছিলেন। তিনি ক্রিকেট খেলোয়াড়, তাই বেশি কিছু বলতে চাই না। তিনি বলেন, ‘৭১ সালে পাকিস্তানি পূর্বাঞ্চল কমান্ডের (তৎকালীন পূর্ব পাকিস্তান) সেনাবাহিনীর প্রধান ছিলেন নিয়াজী। তিনি শত শত বাঙালি হত্যার নায়ক। তার ভাইয়ের ছেলে এই ইমরান খান। এতে আশ্চর্য হবার কিছু নেই। জামায়াতের এবং মৃত ও জীবিত যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। সূত্র : বিবিসি ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে