মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০১:১৫:৫৯

আওয়ামী লীগে কোনো মুক্তিযোদ্ধা নেই : খালেদা

আওয়ামী লীগে কোনো মুক্তিযোদ্ধা নেই : খালেদা

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল নয় উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তারা শুধু মুক্তিযুদ্ধের কথা বলে, তাদের দলে কোনো মুক্তিযোদ্ধা নেই। যারা আছেন সবাই ভুয়া। তাদের দেশের প্রতি কোনো মায়াও নেই। ১৯৭১ সালে তারা স্বাধীনতা চাননি, চেয়েছিলেন কেবল ক্ষমতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। আজকেও এই দল আওয়ামী লীগ গণতন্ত্র চায় না, ক্ষমতা চায় শুধু। এ জন্য জোর করে ক্ষমতা ধরে বসে আছে। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার দেশটাকে লুটপাট করে খাচ্ছে। নিজেরাই কামড়াকামড়ি করছে। সুইস ব্যাংকে ২০০৮ সালের পর থেকে কারা টাকা পাঠিয়েছে এ প্রশ্ন রাখেন তিনি। স্বপ্নের পদ্মাসেতু স্বপ্নই থেকে যাবে মন্তব্য করে বিএনপি নেত্রী আরও বলেন, তবে পদ্মাসেতু হবে, দৌলদিয়া-পাটুরিয়া দিয়েও সেতু হবে। সেতু বাস্তবায়নের মানুষ এ দেশে আরও আছে। পৌর নির্বাচনে আইন ভঙ্গ হচ্ছে অভিযোগ করে খালেদার মত, প্রধানমন্ত্রী নিজেই এবং তার দলের লোকরা প্রতিদিনই আইন ভঙ্গ করছেন। এই বোবা-অযোগ্য নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যবস্থা নিচ্ছে না তাতে। এ জন্য চাই সেনা মোতায়েন। পুলিশের বা প্রশাসনের সব লোক খারাপ না, কিছু দুষ্টু লোকের জন্য এই অবস্থা হচ্ছে। তাই তো সেনা মোতায়েনের দাবি করছি। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরউল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা সভাপতি ফজলুর রহমান প্রমুখ। -বিডি প্রতিদিন ২২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে