বিএনপি থেকে ৬ নেতা বহিষ্কার
নিউজ ডেস্ক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে চট্টগ্রাম দক্ষিণ জেলার চান্দনাইশ পৌর বিএনপির সভাপতি নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রাজশাহী জেলার চারঘাট পৌর বিএনপির সভাপতি মো. কামরুদ্দিন সরদার, রাজশাহী জেলার আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মাস্টার, নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম চৌধুরী এবং টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা বিএনপির সদস্য সানোয়ার হোসেন সজীবকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
২২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস
�