নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে এবারের বইমেলা
ঢাকা: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জানিয়েছেন, এবারে অমর একুশে বইমেলায় বাড়তি নিরাপত্তার পরিকল্পনা করেছে মেলার আয়োজক বাংলা একাডেমি। তাছাড়া এবার বাড়ানো হচ্ছে মেলার পরিসরও। সোমবার বইমেলা উপলক্ষ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে একাডেমির এক সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
ফেব্রুয়ারির ১ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বইপ্রেমীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে বলে জানান সংস্কৃতিমন্ত্রী।
মেলার পরিসর বাড়ানোর কথা জানিয়ে নূর বলেন, "সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চকেও এবার মেলা প্রাঙ্গণের মধ্যে নিয়ে আসা হবে।একই সঙ্গে উদ্যানের ভেতরের অংশের মেলার পরিসর বাংলা একাডেমির সংলগ্ন রাস্তার কাছাকাছি নিয়ে আসা হবে, যাতে অন্যবারের মতো দূরে মনে না হয়।"
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বইমেলার কঠোর নিরাপত্তার মধ্যেই টিএসসি এলাকায় খুন হন মুক্তমনা লেখক অভিজিৎ রায়।
এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "বিঘ্ন ঘটানো কঠিন কিছু নয়। একজন বিঘ্ন সৃষ্টিকারী ১০ জন সাধারণ মানুষের ক্ষতি করতে পারে। সেদিক বিবেচনায় আমরা নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি।
পুরো মেলা ও এর আশপাশের এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় থাকবে। পাশাপাশি লাইটিংও থাকবে বেশি এলাকাজুড়ে। এছাড়া আর্চওয়েতে নিরাপত্তার স্বার্থে তল্লাশি বাধা পার হয়ে মেলায় প্রবেশ করতে হবে বলে সংস্কৃতিমন্ত্রী জানান।
২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল