মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৯:১১:১৩

সাংবাদিককে গুলির ঘটনায় আ.লীগ নেতা আটক

সাংবাদিককে গুলির ঘটনায় আ.লীগ নেতা আটক

চট্টগ্রাম: যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজা শেষে ফেরার পথে সাংবাদিককে গুলির ঘটনায় পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল লতিফ ও যুবলীগ কর্মী আবু সালেককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাউজান উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গত ২২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন শেষে ফেরার সময় রাউজানের গহিরা বাজারে মোহনা টেলিভিশনের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে স্টাফ রিপোর্টার রাজীব সেন প্রিন্স গুলিবিদ্ধ হন। এই ঘটনায় রাউজান থানায় একটি মামলা করা হয়। এ প্রসঙ্গে চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) মো. মোস্তাফিজুর রহমান বলেন, মোহনা টিভির গাড়িতে গুলি করার অভিযোগে আবদুল লতিফ ও আবু সালেককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালেক গাড়িতে গুলি করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। ২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে