শব্দসৈনিক রাশেদুল হোসেন মারা গেছেন
ঢাকা: মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক রাশেদুল হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। মঙ্গলবার ভোর চারটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ বেতার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে তাঁর মরদেহ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারে নেওয়া হবে। সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
স্বাধীনতার প্রশ্নে কোনো আপস নেই, হানাদারদের হাতে মারার সঙ্গে সঙ্গে ভাতেও মারেন, পাকিস্তানি পণ্য বর্জন করুন-এ ধরনের উদ্দীপনামূলক কথা দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা শপথ নিতেন। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল ‘জয় বাংলা বাংলার জয়’ বা ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’ গানগুলো। এই গানগুলো যুদ্ধের ময়দানে দেশের প্রতি মমত্ব ধরে রাখতে সাহায্য করেছিল। এখনো এসব গান আমাদের যেন যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে নিয়ে যায়।
২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল