মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ১১:১৫:০১

কলাপাড়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাংবাদিকদের উপর আ.লীগের হামলা

কলাপাড়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাংবাদিকদের উপর আ.লীগের হামলা

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর প্রচারণার সময় আওয়ামী লীগ প্রার্থীর লোকজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের গাড়িতে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা এ সময় সাংবাদিকদেরও লাঞ্ছিত করে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বিপুল হালদারের লোকজন বিএনপি সমর্থিত প্রার্থী হাজি হুমায়ুন সিকদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত সাংবাদিকরা হলেন-বৈশাখীর টিভির জেলা প্রতিনিধি আব্দুস ছালাম আরিফ, জনকণ্ঠ ও ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মোকলেছুর রহমান, যমুনা টিভির জাকারিয়া হৃদয়, সময় টিভির ক্যামেরা পারসন সুজন দাম। কালের কণ্ঠের ইমরান হোসেন সোহেল ও আঞ্চলিক দৈনিক ভোরের আলোর সরোজ দত্ত। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া আলতাফ হোসেন চৌধুরী ও তার কিছু লোক আহত হলেও তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি। স্থানীয় সাংবাদিকরা জানান, সকালের দিকে বিএনপি সমর্থিত কলাপাড়া পৌরসভার মেয়র প্রার্থী হাজি হুমায়ুন সিকদারের নির্বাচনী প্রচারণায় যান সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। এ সময় আওয়ামী লীগ প্রার্থী বিপুল হালদারের লোকজন অতর্কিতে হামলা চালিয়ে আলতাফ হোসেনের গাড়ি ভাঙচুর করেন। এতে আলতাফ হোসেনসহ কয়েকজন আহত হন। ২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে