গুয়াতেমালায় ১৭ বাংলাদেশি আটক
নিউজ ডেস্ক: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা থেকে রবিবার যে ৩৩ জনকে পুলিশ আটক করে এদের মধ্যে ১৭ জন বাংলাদেশি রয়েছে। দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে মূলত অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টার জন্যেই তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১৬ জন নেপালের ও ১৭ জন বাংলাদেশের নাগরিক রয়েছে। তাদেরকে রাজধানীর দক্ষিণে সরকারি অভিবাসন সেবা সংস্থা পরিচালিত একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
দক্ষিণ এশিয়া থেকে এ লোকগুলো কিভাবে গুয়াতেমালাতে প্রবেশ করলো সে ব্যপারে পুলিশের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি। প্রসঙ্গত, এর আগে গত আগস্টে গুয়াতেমালার দক্ষিণের এলাকা থেকে ২০ অবৈধ অভিবাসীকে আটক করেছিল পুলিশ। এদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক ছিল।
২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল