শব্দসৈনিক রাশেদুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রাশিদুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাশিদুল হোসেন। এ সময় তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। প্রধানমন্ত্রী এই শব্দসৈনিকের আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
স্বাধীনতার প্রশ্নে কোনো আপস নেই, হানাদারদের হাতে মারার সঙ্গে সঙ্গে ভাতেও মারেন, পাকিস্তানি পণ্য বর্জন করুন-এ ধরনের উদ্দীপনামূলক কথা দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা শপথ নিতেন। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল ‘জয় বাংলা বাংলার জয়’ বা ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’ গানগুলো। এই গানগুলো যুদ্ধের ময়দানে দেশের প্রতি মমত্ব ধরে রাখতে সাহায্য করেছিল। এখনো এসব গান আমাদের যেন যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে নিয়ে যায়।
২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল