বিএনপির ৬ নেতা বহিষ্কার
ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে তৃণমূলের ছয় নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
বহিষ্কৃতরা হলেন- চট্টগ্রামের চান্দনাইশ পৌর বিএনপির সভাপতি নূরুল আনোয়ার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম; রাজশাহীর চারঘাট পৌর বিএনপির সভাপতি কামরুদ্দিন সরকার, আড়ানি পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মাস্টার; নারায়ণগঞ্জের তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিজুল ইসলাম চৌধুরী এবং টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সদস্য সানোয়ার হোসেন সজীব।
বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল