মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০১:৩১:০৫

রামপুরায় হাতবোমা ও পুলিশের পোশাকসহ ৬ জন আটক

রামপুরায় হাতবোমা ও পুলিশের পোশাকসহ  ৬ জন আটক

ঢাকা: রাজধানীর রামপুরায় একটি মেসে অভিযান চালিয়ে গান পাউডার, হাতবোমা ও পুলিশের পোশাকসহ ৬জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, এঁরা সবাই শিবিরকর্মী। আটকৃত ব্যক্তিরা হলেন শফিক, রনি, আবদুল কাদের, জাবির, আতাউর ও রুম্মন হোসেইন। তবে পুলিশের দাবি করেছে তারা ছয়জনকে আটক করেছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পূর্ব উলনের একটি ভবনে মেসে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে এই ছয় যুবককে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে দেড় কেজি গান পাউডার, ছয়টি ককটেল ও পুলিশের তিন সেট পোশাক পাওয়া গেছে। ওসি আরও বলেন, আটককৃতরা সবাই শিবিরের ক্যাডার। এরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা হয়েছে। আটক ছয়জনের মধ্যে শফিককে কয়েক মাস আগে অন্য মামলায় পল্টন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিল। পরে ছাড়া পেয়ে যান তিনি। ২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে