বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৬:৫৪

ভারত বাদে অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানিতে বাংলাদেশি ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে

ভারত বাদে অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানিতে বাংলাদেশি ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে

নিউজ ডেস্ক : এ মু'হূর্তে দেশে পেঁয়াজের পর্যা'প্ত মজুদ আছে। বাজারেও সরবরাহ য'থেষ্ট। এছাড়া রোববার মিয়ানমার থেকে ২৮ হাজার টন পেঁয়াজ টেকনাফ বন্দর দিয়ে দেশে ঢু'কেছে। আরও ১০০ টন ২৫ সেপ্টেম্বর ঢু'কবে। ১৪১৪ টন পেঁয়াজ দেশে ঢু'কেছে। পাশাপাশি ভারত থেকে পানিপথেও ২০০ টন পেঁয়াজ আনা হচ্ছে। উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র বলছে, ভারত বাদে অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে।

মিয়ানমার, পাকিস্তান, চীন, মিসর, নেদারল্যান্ডস, তুরস্ক, মালয়েশিয়া ও নিউজিল্যান্ডের থেকে এক লাখ ২২ হাজার টন পেঁয়াজ আমদানির অনুম'তি নিয়েছে আমদানিকারকরা। ঋণপত্র খোলার পর এসব পেঁয়াজ চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে ঢু'কবে। তবুও গত তিন দিন ধরে উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ।মঙ্গলবার রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে আমদানি ও দেশি পেঁয়াজের উচ্চদাম গত তিন দিন (রোববার-মঙ্গলবার) অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার সর্ববৃহৎ পাইকারি আড়ত শ্যামবাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকা। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজি। এছাড়া রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০-৮৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০-৭০ টাকা কেজি।

এছাড়া কৃষকের কাছে থাকা পেঁয়াজ ছাড়তে শুরু করেছে। পাবনা ও ফরিদপুর থেকে দেশি পেঁয়াজের চালান রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি বাজারে সরবরাহ করা হচ্ছে।

এতে পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ বেড়েছে। তারপরও অসাধুদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দামে লাগাম টানা যাচ্ছে না।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন বলেছেন, পেঁয়াজে আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। আর এ যাত্রা শুরু হবে ফরিদপুর থেকে। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে নি'র্দেশনা দিয়েছেন।

পেঁয়াজের জন্য ফরিদপুরে কোল্ডস্টোরেজ করা হবে। মঙ্গলবার ফরিদপুরে জেলার নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অন্যদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম ভোক্তা সহনীয় করতে সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক টিম প্রতিদিন বাজার ত'দারকি করছে।

পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ভোক্তাস্বার্থ নিয়ে কাজ করা জাতীয় ভোক্তা অ'ধিকার সংরক্ষণ অধিদফতরের একাধিক টিম সারা দেশের পাইকারি ও খুচরা বাজারে ত'দারকি করছে। এছাড়া সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খোলাবাজারে ট্রাক সেল প্রতিকেজি পেঁয়াজ ৩০ টাকা ও অনলাইন বাজারে ৩৬ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে