বুধবার, ৩০ জুন, ২০২১, ০৪:৪৭:৪৬

কঠোর লকডাউনে সপ্তাহে ৩ দিন ব্যাংক বন্ধ

কঠোর লকডাউনে সপ্তাহে ৩ দিন ব্যাংক বন্ধ

নিউজ ডেস্ক: করোনা'ভাইরাসের সং'ক্র'মণ রো'ধে ক'ঠো'র বি'ধিনি'ষেধ আরো'প করেছে সরকার। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ৭ দিনের স'র্বা'ত্মক লকডাউন শুরু হচ্ছে।

লকডাউনের মধ্যেও ব্যাংকিং কার্যক্র'ম চলবে। তবে সপ্তাহে তিন দিন ব্যাংক বন্ধ থাকবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সা'র্কু'লারে এ ত'থ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, স'র্বা'ত্মক লকডাউনে শুক্র-শনিবারের পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকবে। 

বাকি দিনগুলোতে ব্যাংকিং কা'র্যক্র'ম চলবে বেলা ৩ টা পর্যন্ত। লেনদেন করা যাবে সকাল ১০ টা থেকে দেড় টা পর্যন্ত 

করোনাভাইরাস সং'ক্র'মণ উ'দ্বেগ'জনক হা'রে বে'ড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সাত দিনের ক'ঠোর বিধিনি'ষেধ আরো'প করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ প্রজ্ঞাপন জা'রি করা হয়েছে। প্র'জ্ঞাপনে এই সময়ে প্রতিপালনের জন্য ২১টি নির্দে'শনা দেয়া হয়েছে। এতে বলা হয়, ব্যাংকিং সেবা নি'শ্চি'ত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জা'রি করবে।

এছাড়া এই সময়ে সকল সরকারি, আধাসরকারি, স্বা'য়ত্তশা'সিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দে'শনা জা'রি করবে। বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আও'তাবহির্ভূ'ত থাকবে। শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অ'নুস'রণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চা'লু থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে