বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১১:০৭:৪৯

বুয়েটে চান্স পেলেন আবরার ফাহাদের ছোট ভাই ফাইয়াজ

বুয়েটে চান্স পেলেন আবরার ফাহাদের ছোট ভাই ফাইয়াজ

এমটি নিউজ২৪ ডেস্ক : বুয়েটের হলে সহকর্মী ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নি'র্ম'মভাবে হ'ত্যার শি'কার হয়েছিলেন আবরার ফাহাদ। এবার তার ছোটভাই আবরার ফাইয়াজ বুয়েটে চান্স পেয়েছেন। 

বৃহস্পতিবার বুয়েটের ২০২১-২২ ব্যাচের স্নাতক ভর্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে। প্রকাশিত রেজাল্টে আবরার ফাইয়াজ ৪৫০ তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছেন। তার রোল নম্বর ৫৫৩৯৫।

বুয়েটে চান্স পাওয়ায় আবরার ফাইয়াজের বাবা-মা বরকত উল্লাহ রোকেয়া খাতুনসহ পরিবারের সবাই খুশি।
 
আবরার ফাইয়াজ বলেন, ‘ইচ্ছা আছে ভর্তি হওয়ার।’ তারপরও পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে জানান।আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন এখনো বুঝে উঠতে পারছেন না, কী সিদ্ধান্ত নেবেন। আবরার ফাহাদের স্মৃতি মনে পড়ে হয়তো কেঁপে উঠছে মায়ের বুক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে